ইসলামপুরপ্রধান খবর

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ইসলামপুরে ভোটের গাড়ী

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

মঙ্গলবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল ডিসপ্লে,শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই ভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুরে এই কার্যক্রম চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে।

কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।

প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

Related Articles

Back to top button