জামালপুর

চিকিৎসক মিতুর পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ও চিকিৎসক মিতুর লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় তিনটি উপন্যাস ও দুইটি কবিতার বই উন্মোচন করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পৌর শহরের অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সড়ক আমলাপাড়া এলাকায় বইয়ের উন্মোচন অনুষ্ঠার অনুষ্ঠিত হয়।

বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেটে যাও, বসন্তের রৌদ্র ছায়া নামের দুইটা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

কবি প্রফেসর ও চিকিৎসক শাহীনা সোবহান মিতু বর্তমানে অর্ন্তঃবর্তী সরকারের সংস্কার কমিশনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি পৌর শহরের আমলাপাড়া এলাকার অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহানের বড় মেয়ে এবং পেশায় একজন চিকিৎসক।

মোড়ক উন্মোচন হওয়া বইগুলোতে ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, যুদ্ধ পরবর্তী ও পূর্ববর্তী ইতিহাস-ঐতিহ্য, ৮০ দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারন ও জামালপুরের সাংস্কৃতির কথা তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে  শাহীনা সোবহান মিতু বলেন-‘আমার লেখা বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেটে যাও, বসন্তের রৌদ্র ছায়া নামের দুইটা কবিতার বই প্রকাশ করা হয়েছে। দুইটি বই আগেই প্রকাশিত হলেও তিনটি নতুন। তবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়নি। আমি চাইলে ঢাকাতেই করতে পারতাম। কিন্তু আমার শৈশবের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়িতে মোড়ক উন্মোচন করার ইচ্ছে থেকেই এখানে করা। যেখানে আমার বাবা-মা’র স্মৃতি জড়িয়ে আছে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি সাযযাদ আনসারী, কবি আলী জহির মোহাম্মদ খালেকুজ্জামান, মাহবুব বারী, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, অবসরপ্রাপ্ত লে.কর্নেল মো.জায়েদ হোসেন, ফারজানা ইসলাম বক্তব্য দেন ও কবির লেখা কবিতা আবৃত্তি করেন।

এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও মানববাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোভেকট ইউসুফ আলী, অধ্যাপক ফজলুল হক মন্টু, কবির শৈশবের বন্ধু-বান্ধবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে ওস্তাদ ফজলুল হকের বড় ছেলে ফায়জুল হক বিজয়ের একক মনোজ্ঞ গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Back to top button