সারাদেশ

রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট রকিব আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রাম থেকে ২২ হাজার এক শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ জুন) সকাল ৮ টার দিকে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর নতুন বন্দর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয় মাদক সম্রাট হিসেবে পরিচিত রকিব (৩৬)-কে। তার বাড়ি ওই গ্রামেরই একটি এলাকায়।

পুলিশ আরো জানায়, অভিযানে রকিবের বসতঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ও তার কাছে থাকা ভারতীয় ২২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট রকিব বাড়ির বেড়া ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছে ১০ হাজার ও ঘর তল্লাশি করে ১২ হাজার এক শত পিস ইয়াবা পাওয়া যায়।

আটক রকিব উপজেলার সদর ইউনিয়ন চর নতুন বন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ রকিবকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

লুৎফর রহমান আরও জানান, আটক রকিবের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Related Articles

Back to top button