জাতীয়

বৃষ্টির প্রবণতা থাকায় কমতে পারে তাপমাত্রা

বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় আজ সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবারও ২৫ জেলায় তাপপ্রবাহ বেশি ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের ১৭ থেকে ১৮ তারিখ ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় তাপ কমতে শুরু করেছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। এতে তৈরি হচ্ছে অস্বস্তি।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

বর্ধিত পাঁচ দিনের অবস্থায় পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সারা দেশে কমতে পারে তাপমাত্রা।

Related Articles

Back to top button