একটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ি আবদার শুরু করছে-রিজভী
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: একটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ি আবদার শুরু করছে বলে দাবি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০২৪ সালের গনঅভ্যুত্থানে অংশ নেয়া জামালপুর জেলার শহীদ ও আহতদের পরিবারদের চিকিৎসা সহায়তা ও ইজিবাইক প্রদানের পর দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী আরো বলেন- এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে। আরও দুই হাজার কোটি টাকা দিতে চেয়েছে। এই অর্থ দিয়ে দেশে নাশকতা সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মক্কা-মদিনাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় খোলার কথা জানান তিনি।
বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আবার তার মনিবের সিংহাসন ফেরত পেতে চায়, শেখ হাসিনা আবার তার দূর্বৃত্তের শাসন ফেরত পেতে চান। শেখ হাসিনা এদেশের জমিদার ছিলেন। তিনি কোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছিলেন না। তার জমিদারি হাত ছাড়া হয়েছে। তিনি এখন মরিয়া হয়ে গেছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি রিজভী বলেন-‘১৬ বছরে নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে, ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে গেছে, যুব নেতা নিরুদ্দেশ হয়ে গেছে, গুম, জোরপূর্বক গুম, গুপ্তহত্যা, ইছামতী নদী, মধুমতী নদী, শীতলক্ষ্যা নদীর পাড়ে অনেক নেতার লাশ পাওয়া গেছে। সেখানে আমাদের উপজেলা চেয়ারম্যান আছে তারও লাশ পাওয়া গেছে। এই যে একটি ভয়ংকর ফ্যাসিবাদী শাসন মোকাবেলা করে জুলাই-আগস্টের অভ্যুত্থানের যে মাঠ তৈরি করলো দেশনেত্রী বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এগুলো কি সব বৃথা গেছে।এগুলো কি মিথ্যা হয়ে গেছে।’
অ্যাডভোকেট রিজভী বলেন, ১৩০জন শিশু জীবন দিয়েছে। এই শিশুগুলি কোন পরিবারের। আহাদ নামে চার বছরের একটা শিশু প্রাণ দিয়েছেন। ৪-১১ বছর বয়সের ছেলে, এরা তো শিশু। ১৩০ জন মারা গেছে। ছাত্রজনতা তো মারা গেছেই। এ আন্দোলন যারা প্রাণ দিয়েছেন, অধিকাংশই তো বিএনপি পরিবারের।
সবশেষ রমজানের আগে জাতীয় নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম.রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা.মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় যুবদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবুসহ আরো অনেকে।
এ কর্মী সমাবেশ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।