মাদারগঞ্জ

সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে  সাপের কামড়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খিলকাটি গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ঐ এলকার গেন্দা দোকানদারের ছেলে।

নিহতের স্বজনেরা জানান- শুক্রবার  রাতের অন্ধকারে ঘরের বাইরে খোলা জায়গায় প্রস্রাব করতে বসলে তার হাতে সাপ কামড় দেয়। পরে কবিরাজি চিকিৎসায় সময় ক্ষেপণ করে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

Related Articles

Back to top button