জামালপুর

জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: জামালপুরে ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী ও সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক দূর্ভোগে পড়েন এই পথে চলাচলকারীরা।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, বিএনপি ও পরিবহন নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন- গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়েরের পর সম্প্রতি সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। এই ঘটনায় দ্রুত মেডিকেল রিপোর্ট ও চার্জশীট প্রদানের দাবি জানান বক্তারা। এছাড়াও অভিযুক্ত সিদ্দিকের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

Related Articles

Back to top button