জামালপুর

হাদীর মৃত্যু, জামালপুরের তিনটি পয়েন্টে বিক্ষোভ

শাওন মোল্লা,জামালপুর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র  হাদী’র মৃত্যুর খবরের পর জামালপুরে তিনটি পয়েন্টে বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা।
রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ করে সাধারন শিক্ষার্থীরা।
শহরের দয়াময়ী এলাকায় বিক্ষোভ করে সাধারন ছাত্র জনতা।
এছাড়াও শহরের বকুলতলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সাধারন শিক্ষার্থীরা।
তিনটি পয়েন্টে শ্লোগানে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার ও উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানায় আন্দোলনকারীরা। এছাড়াও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন- গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে  জুলাই যোদ্ধা হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়। এতো দিন পর  চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।  হাদি হত্যাকারীদের এখনো গ্রেফতার করতে পারিনি। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার প্রমান দিয়েছে। হাদী সব অন্যায়ের প্রতিবাদে একমাত্র কণ্ঠ ছিলো। তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এর সাথে ভারত জড়িত।

Related Articles

Back to top button