দেওয়ানগঞ্জ

সাড়ে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় থান কাপড় জব্দ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় থান কাপড় জব্দ করেছে বিজিবি।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ঝাওডাঙ্গা এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭ বান্ডিল থান কাপড় জব্দ করা হয়।

জব্দ করা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড়ের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি  ও পুলিশ সদস্যের একটি টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান- সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড়ের কয়েকটি বস্তা শেরপুরে নেওয়া হচ্ছে বলে খবর পায় বিজিবি। পরে বিজিবির টহল দল রৌমারী- ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।  কুরিয়ার সার্ভিসের গাড়িটি ঝাওডাঙ্গায় পৌছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই গাড়িতে থাকা ভারতীয় থান কাপড় জব্দ করা হয়।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Related Articles

Back to top button