‘জুলাই স্মৃতি ২০২৪’ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ব্যবস্থাপনা বিভাগের দাপুটে জয়
মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্যবস্থাপনা বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্যবস্থাপনা বিভাগ ৩-০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে।
ম্যাচের ৪৯তম মিনিটে ব্যবস্থাপনা বিভাগের ২য় ব্যাচের রাকিবুল ইসলাম প্রথম গোলটি করেন। এরপর ৫১তম মিনিটে ৫ম ব্যাচের মামুন এবং ৫৬তম মিনিটে ৪র্থ ব্যাচের মুজুল ত্রিপুরা আরও দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। বিপরীতে সিএসই বিভাগ কোনো গোলের দেখা পায়নি।
উল্লেখ্য, ম্যাচ চলাকালে ব্যবস্থাপনা বিভাগের রাকিবুল ইসলাম ও সিএসই বিভাগের মনির একটি করে হলুদ কার্ড পান।
দুই দলের খেলোয়াড়দের পাসিং, ড্রিবলিং ও আক্রমণাত্মক খেলা উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উচ্ছ্বাস সৃষ্টি করে।