মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের রূহের মাগফেরাত কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল
শফিকুল ইসলাম, জামালপুর: রাজধানীর উত্তরায় বিমান বিদ্ধস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, আহছানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন-‘এ ধরনের মমার্ন্তিক দূঘটনা কোনভাবেই কাম্য নয়, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সকল নিহত ও আহত পরিবারের পাশে রয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়াও বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সকল আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়।’
আলোচনা সভা শেষে রাজধানীর উত্তরায় বিমান বিদ্ধস্ত হয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন রশীদপুর মসজিদের খতিব মাওলনা নজরুল ইসলাম।