গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মতিন রহমান,বকশীগঞ্জ: ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে মালীবাগ দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী দলীয় কার্যলয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহম্মেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকার, সাধারণ সম্পাদক শিশির আহম্মেদ, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন- গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। সকল বাধা-বিপত্তি ও ত্যাগ স্বীকার সত্ত্বেও গণঅধিকার পরিষদ তার ঘোষিত চার মূলনীতি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা জনতার অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।




