মাদারগঞ্জ

হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বহুতল হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারের আজিজুল হক হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান- মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুন। এতে প্রায় ১২০০ স্কয়ারফুট আয়তনের ভবনের ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৬টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

হকার্স মার্কেটের মালিক আবু সাঈদ বিপ্লব বলেন- “আমার ভবনে মোট ২১টি দোকান ছিল। দোকানগুলোতে প্রায় দুই কোটি টাকার কাপড় ও অন্যান্য মালামাল ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশীদ জানান- “সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি, আমার সব কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল।”

অন্য ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন- “আমার দোকানে প্রায় ১৫ লাখ টাকার কাপড় ছিল, সব পুড়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান- “মাদারগঞ্জের পৃথকস্থানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করেছে। এই ঘটনায় প্রায় ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি দোকানগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে কোটি টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান- অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে। এছাড়াও উপজেলার আরও দুই স্থানে ছোট খাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

Related Articles

Back to top button