সেই সড়ক দুর্ঘটনায় স্বামীর পর স্ত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬
 শাওন মোল্লা,জামালপুর: জামালপুরের সদর উপজেলার ইপিজেড এলাকায় ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত স্বামী চাঁন মিয়ার মৃত্যুর তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তাঁর স্ত্রী সন্ধ্যা বেগম (৫০)। এ নিয়ে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।
শাওন মোল্লা,জামালপুর: জামালপুরের সদর উপজেলার ইপিজেড এলাকায় ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত স্বামী চাঁন মিয়ার মৃত্যুর তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তাঁর স্ত্রী সন্ধ্যা বেগম (৫০)। এ নিয়ে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা বেগম। এর আগে সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের ইপিজেড এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। দুর্ঘটনার দিনই পাঁচজনের মৃত্যু হয়, পরে তাঁদের সঙ্গে যুক্ত হলো আরও একটি প্রাণহানি।
নিহত সন্ধ্যা বেগম সদর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার চাঁন মিয়ার স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান-জামালপুর থেকে ধনবাড়ী গামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দিনেই ঘটনাস্থলে ও হাসপাতালে পাঁচজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা বেগমসহ কয়েকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন তিনিও।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন-‘সন্ধ্যা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই দুর্ঘটনায় নিহত চাঁন মিয়ার স্ত্রী ছিলেন।’
ওই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলি (২২), সানাকৈর পূর্বপাড়া এলাকার রাশেদ মিয়া (২০), সদর উপজেলার নারায়ণপুর এলাকার চাঁন মিয়া (৬০) ও তাঁর স্ত্রী সন্ধ্যা বেগম (৫০), সদর উপজেলার ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম (৩০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাত্তারকান্দি গ্রামের সোমাইয়া জামান সিথি (২৩)।
 
				 
					



