বকশীগঞ্জ

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া বহিষ্কার

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহজাহান মিয়াকে বকশীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন- সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষায় জেলা ছাত্রদল সব সময় কঠোর অবস্থানে থাকবে।

Related Articles

Back to top button