ইসলামপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো,আনিছ সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ইসলামপুর থানা গেইট সংলগ্ন পৌর বিএনপির কার্যলয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ ছাত্রদল যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা।
ভুক্তভোগী মো,আনিছ সরকার এক লিখিত বক্তব্যে বলেন-‘আমার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “টুম্পা আক্তার” নামের একটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচারের একটি অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এই অপপ্রচার আমার সম্মান, সামাজিক অবস্থান এবং পেশাগত কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।এই প্রেক্ষাপটে, অপপ্রচারকারীদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার থেকে বিরত থাকার ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’