ইসলামপুর

রাস্তায় কুড়িয়ে পাওয়া  শিশুর আশ্রয় হলো সম্ভ্রান্ত মুসলিম পরিবারে

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন কন্যা শিশুর  আশ্রয় হলো সম্ভ্রান্ত এক মুসলিম পরিবার।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশু কল্যাণ বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন  ওই শিশুকে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের নিকট বৈধ অভিভাবক হিসাবে হস্তান্তর করেন।

গত ৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে ইসলামপুর শহরের মোশাররফগঞ্জ বাজার এলাকায়  রাস্তার পাশ থেকে একদিন বয়সী   নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করা হয়।   শিশু নিরাপত্তা ও প্রতিপাতল বিধি মোতাবেক বৈধ অভিভাবকের খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই নবজাতক শিশুর বৈধ অভিভাবক না থাকায় শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠা এবং পুনর্বাসনের লক্ষ্যে বৈধ অভিভাবক খোঁজা হচ্ছে।

শিশুটির বৈধ অভিভাবক হতে আগ্রহী ব্যক্তিদের গত ১০ ডিসেম্বর ২০২৫ বেলা ১২ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর বরাবর আবেদন করে উপজেলা সমাজ সেবা দপ্তরে জমা দিতে বলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিটি বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর  আগ্রহী অর্ধশতাধিক দম্পতির পূর্ণাঙ্গ এক কপি ছবি, দম্পতির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও দম্পতির জীবনবৃত্তান্ত সংযুক্তসহ  উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেন ।

পাঁচ দিন পুলিশি তদন্ত, আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয় তদন্ত করে শিশুটির লালন পালন ও অভিভাবকের   দায়িত্ব পালনে সক্ষম এমন পরিবারের নিকট হস্তান্তর করা হয় ।

শিশুর ভবিষ্যৎ জীবন সুন্দর ও শুভকামনায়  পরিবারটির নাম গোপন রাখা হয়েছে।

Related Articles

Back to top button