জামালপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা, হয়নি পরিবর্তন
সাকিব আল হাসান নাহিদ,জামালপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
২৪ ডিসেম্বর (বুধবার) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে চূড়ান্ত মনোনয়ন পত্র তুলে দেন। এ পদক্ষেপ কল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে জেলা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন-
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
জামালপুর-৪ (সরিষাবাড়ী): জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম।
জামালপুর-৫ (সদর): কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এর আগে চলতি বছরের ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব প্রাথমিক মনোনয়ন হিসেবে এ পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন।




