সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি সক্রিয় শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে অংশ নেয়। অভিযানের সময় পৌরসভার বলারদিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন একটি গোয়ালঘরের ভেতরে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া (মীরপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেন ভানুর ছেলে।
অভিযান শেষে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক আমিনুল ইসলামকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে একজন আসামিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



